/anm-bengali/media/media_files/2025/08/24/screenshot-2025-08-24-37-pm-2025-08-24-15-25-41.png)
নিজস্ব প্রতিনিধি: গতকাল নদীয়ার শান্তিপুর ডাকঘর এলাকা থেকে এক মহিলার ১২৫ গ্রাম সোনার গহনা চুরি যায়, যার বাজার মূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা। ঘটনায় ওই মহিলা অভিযোগ করেছিলেন তিনি একাই ঘরে ছিলেন এবং তার ঘর থেকে তিনজন ঢুকে এই চুরির ঘটনা ঘটিয়েছে। এরপরেই ঘটনার তদন্তে নামে শান্তিপুর থানার পুলিশ এবং নদীয়ার শান্তিপুর বড়বাজার এলাকার হাটখোলা পাড়া থেকে অভীক দাস নামে ৩০ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/24/4b74f8f1-e206-439c-b1bb-4732aaa46bd5-2025-08-24-15-24-19.jpeg)
ঘটনায় ৫০ গ্রাম সোনার অলংকার উদ্ধার করেছে পুলিশ। যদিও ধৃত অভিক দাস জানাচ্ছেন ওই ভদ্র মহিলার সঙ্গে তার প্রণয় ঘটিত সম্পর্ক ছিল। তার কাছে ওই মহিলাই সোনার গহনা রাখতে দিয়েছিলেন, বর্তমানে তাকে ফাঁসানো হচ্ছে। যদিও পুলিশ ঘটনায় তদন্তে নেমে ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে রানাঘাট আদালতে পাঠায়। বাকী সোনার গহনা পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর পাওয়া যাবে বলে আশাবাদী পুলিশকর্তারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us