New Update
/anm-bengali/media/media_files/2025/08/06/whatsapp-image-2025-08-06-2025-08-06-15-37-36.jpeg)
হরি ঘোষ, দুর্গাপুর : আবারও মন্দিরে চুরির ঘটনা ঘটলো দুর্গাপুরের বেনাচিতি এলাকায়। কিছুদিন আগেও ওই এলাকায় একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। এবার বেনাচিতির তারামা নগর কালী মন্দিরে চুরির ঘটনা ঘটল। বুধবার সকালে মন্দিরের সেবায়েত মন্দিরে গিয়ে দেখতে পায় যে তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে আর সব লন্ডভন্ড হয়ে রয়েছে। তারপরে ছুটে আসে আশেপাশে বাসিন্দারা। মন্দিরের ভেতর ঢুকে দেখে ঠাকুরের সোনা ও রুপোর অলংকার উধাও। সেই সঙ্গে চুরি গিয়েছে প্রণামী বাক্সে থাকা নগদ টাকা। প্রায় দেড় লক্ষ টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে আসে প্রান্তিকা ফাঁড়ির পুলিশ। স্থানীয় সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/06/screenshot-2025-08-06-153808-2025-08-06-15-38-28.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us