New Update
/anm-bengali/media/media_files/2025/08/17/screenshot-2025-08-17-250-pm-2025-08-17-14-52-10.png)
নিজস্ব প্রতিনিধি, হুগলি, হিন্দমোটর: গতকাল হিন্দমোটরের দেবাইপুকুরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে আলমারি ভেঙে বক্স খাট খুলে সর্বস্ব নিয়ে যায় চোর। পদ্মশ্রী পুরস্কার অর্জুন, থেকে শুরু করে বহু মুল্যবার পদক নিয়ে যায় চোর, এমনটাই অভিযোগ উঠেছে।
/anm-bengali/media/post_attachments/f69a3b26-de5.png)
এই ঘটনার জেরে আজ ঘটনার স্থলে তদন্ত করল ফরেনসিক টিম। ফরেনসিক এক্সপার্টেররা বিভিন্ন স্থানের হাতের ছাপের নমুনা সংগ্রহ করে। টিমের এক সদস্যর কথায় হাতের ছাপের নমুনা পাওয়া গিয়েছে, তদন্তের সার্থে এর থেকে বেশি কিছু বলা যাবে না।
/anm-bengali/media/post_attachments/5add8ce8-a62.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us