এক বছর পর ফের চুরি! প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন

বছর ঘুরতে না ঘুরতেই ফের চুরি একই বাড়িতে! পুরনো ঘটনার কিনারা এখনও হয়নি! প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ বাড়ির মালিক। অন্ডালে চুরির জেরে বাড়ছে আতঙ্ক।

author-image
Pallabi Sanyal
19 Sep 2023
ললল

হরি ঘোষ, অন্ডাল : আজ থেকে বছরখানেক আগে একইভাবেই বাড়ির তালা থেকে চুরি হয়েছিল বাড়িতে। খোয়া গিয়েছে আসবাবপত্র থেকে গয়নাগাটি।  ঘটনাটি ঘটেছিল অন্ডাল থানার অন্তর্গত মুকুন্দপুর গ্রামের ইসিএল এর অবসরপ্রাপ্ত কর্মী  মোহনদাস পালের বাড়িতে। আর এক বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। ফাঁকা বাড়িতে প্রবেশ করল চোর। সোমবার মোহন বাবু ও তার স্ত্রী দুর্গাপুরে তার মেয়ের বাড়িতে গিয়েছিলেন একটা ব্যক্তিগত কাজে। বাড়ি পাহারার জন্য এক ব্যক্তিকে রেখে গেছিলেন বাড়িতে। বাড়ি পাহারায় থাকা ব্যক্তি রাত্রি বারোটা নাগাদ পাশের মনসা মন্দিরে গেলে ঠিক সেই সময় বাড়ির জানালা ভেঙে চোরের দল ভেতরে প্রবেশ করে অবাধে লুঠপাট চালায়।