/anm-bengali/media/media_files/xns6BG7hwCKJjhGtqUJv.jpeg)
পশ্চিম মেদিনীপুর: রাজ্যজুড়ে শুরু হয়েছে রেমাল সাইক্লোন! সাইক্লোনের প্রভাবে প্রত্যেক জেলায় চলছে ঝড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি। পশ্চিম মেদিনীপুর জেলাতেও রবিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে বৃষ্টি ও ঝড়ো হাওয়া। বৃষ্টির মাঝেই মেদিনীপুরের কাঁসাই নদীর নজরগঞ্জ ঘাটে ছিপ ফেলছিলেন স্থানীয় যুবক। হঠাৎই ছিপের ডোরে টান লাগে, যুবক ভাবলেন হয়তো বড়সড়ো কোন কাতলা মাছ খেয়েছে তার ছিপ।
/anm-bengali/media/post_attachments/827db3dc-6d5.png)
ছিপের দড়ি ধরে দীর্ঘক্ষণ টানার পর অবশেষে পাড়ে নিয়ে আসা সম্ভব হলে দেখা যায় মাছ নয়, আস্ত এক কচ্ছপ খেয়েছে তার ছিপে। তারপর এলাকার উৎসুক জনতা ভিড় জমান কচ্ছপটি দেখতে। পরে সেটিকে ওজন করে দেখা যায় ২৮ কিলো। ঘটনাস্থলে পৌঁছায় এলাকার সর্পবন্ধু নামে পরিচিত দেবরাজ চক্রবর্তী। খবর দেওয়া হয় বনদপ্তরে। রূপনারায়ণ বন বিভাগের কর্মীরা আসলে তাদের হাতে তুলে দেওয়া হয় ওই বিশাল আকৃতির কচ্ছপটিকে। বনদপ্তরের কর্মীরা নিয়ে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা করার পর, নিরাপদ স্থানে গিয়ে ছেড়ে দেন।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us