নবমীতে বদলাচ্ছে আবহাওয়া, পুজোর আনন্দ কি এবার মাটি হবে ?

আজ ষষ্ঠী। মহালয়ার পর থেকেই পুজো শুরু হয়ে গেছে বাঙালির। তবে ঐতিহ্য অনুযায়ী আজ থেকে শুরু হচ্ছে দেবীর আরাধনা। ষষ্ঠীতে থাকছে শুষ্ক আবহাওয়া। বেলা বাড়লে একটু বাড়বে রোদের তেজ।

author-image
Adrita
New Update
z

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আজ ২০ অক্টোবর, ষষ্ঠী। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মায়ের বোধনের প্রস্তুতি। তবে আবহাওয়াবিদরা শোনালেন এক বিষাদের খবর। জানা গিয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। শীঘ্রই সেই ঘূর্ণাবর্তটি পরিণত হবে নিম্নচাপে। এরপর সেটি ক্রমেই এগিয়ে আসবে। পরে নবমীর দিন সেই নিম্নচাপ আরও ঘনীভূত হবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে। 

hiring.jpg

হাওয়া অফিস জানিয়েছে, আজ, শুক্রবার ষষ্ঠীর দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টিপাত হবে না।  

hiring 2.jpeg