ধোঁয়া! চলছে না ট্রেন

আগুন আতঙ্কে ব্যাহত রেল পরিষেবা!

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
nn

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : ওড়িশা-খড়গপুরগামী একটি কন্টেনার মালগাড়ির চাকা থেকে ধোঁয়া বেরনোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদ স্টেশনে। বেলদা স্টেশনের কাছে ধোঁয়া দেখতে পাওয়া যায় এবং বাখরাবাদ স্টেশনে গিয়ে ট্রেন দাঁড় করানো হয়। ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। খতিয়ে দেখতে ঘটনাস্থলে চলে আসেন দক্ষিণ পূর্ব রেলের DRM। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, ট্রেনের চাকার নিচে তুলোর বালিশ জাতীয় কিছু আটকে গেছিল যার জেরে ধোঁয়া বের হচ্ছিল। ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই ধোঁয়া বের হওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় চার ঘন্টা ধরে বন্ধ থাকে দক্ষিণ-পূর্ব রেলের বালেশ্বর খড়গপুর শাখায় ট্রেন চলাচল। আটকে পড়ে একাধিক লোকাল সহ দূরপাল্লার ট্রেন।