New Update
/anm-bengali/media/media_files/lYUMLRzkF8P65NxQT1Tx.png)
নিজস্ব সংবাদদাতা: খড়্গপুরের ঐতিহ্যমন্ডিত দশেরা উৎসব এবার শতবর্ষে পা দিল। শহরের নিউ সেটেলমেন্টে রাবণ পোড়া ময়দানে এই দশেরা উৎসব দেখতে লক্ষাধিক মানুষের ভিড় হয়। দশেরা কমিটির পক্ষ থেকে সভাপতি প্রদীপ সরকার জানান, এই বছর রাবণের পাশাপাশি মেঘনাদ এবং কুম্ভকর্ণকেও জ্বালানো হবে।
/anm-bengali/media/post_attachments/d29f9a77-78a.png)
থাকবে আতশবাজির বর্ণাঢ্য প্রদর্শনী। জ্বলন্ত তীর ছুড়ে রাবণের দেহে অগ্নিসংযোগ করা হয়। শহরের বিভিন্ন জায়গা থেকে আখড়া বেরিয়ে রাবণ পোড়া ময়দানে জমায়েত হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us