New Update
/anm-bengali/media/post_banners/8u0KD2kIILDQC39QBahF.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ সপ্তাহের শেষেই হতে চলেছে শিতের আগমন, এমনটাই জানালেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস। তিনি আর জানিয়েছেন যে, শুক্রবার থেকে তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে নামতে পারে। ১৫ নভেম্বর থেকে অল্প অল্প করে কমতে শুরু করবে তাপমাত্রা। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, বাংলায় রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
/anm-bengali/media/post_banners/e4xcFQtV95rkVF2kJygJ.jpg)
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তাপমাত্রা কমতে শুরু করবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই কেটে যাবে কুয়াশা।
/anm-bengali/media/media_files/gOMnjWeF2chE3xySl43v.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us