/anm-bengali/media/media_files/3hqbVP8l8y6EU1mIHIrN.jpg)
নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ নির্বাচনে প্রচারে ঝড় যখন তুঙ্গে, তখনই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। বিজেপির পার্টি অফিসে রাত্রেবেলা চলছিল মদের আসর। তারই প্রতিবাদ করতে গিয়ে বিজেপি কর্মী শ্রীকান্ত রাও'কে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপির মধ্য মন্ডলের সভাপতি শ্রী রাও এর বিরুদ্ধে।
/anm-bengali/media/post_attachments/6f2d67b3-950.png)
শ্রীকান্ত রাও এর অভিযোগ যে, ' আমাদের ক্লাবকে আমরা পার্টি অফিস করতে দিয়েছি। বছর চারেক আগে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পালসহ একাধিক নেতা-নেত্রীরা এখানে এসেছেন। সেই অফিসেই চলছিল মদের আসর। আমরা তারই প্রতিবাদ করতে গেছিলাম আর তাতেই রেগে গিয়ে চেয়ার তুলে আমাকে বেধড়ক মারধর করা হয়। ''
/anm-bengali/media/post_attachments/2366db08-24e.png)
মন্ডল সভাপতি শ্রী রাও এর এই ঘটনায় মাথায় আঘাত লেগেছে আটটি সেলাই হয়েছে। রক্তাক্ত অবস্থায় রাত্রেই অগ্নিমিত্রা পালের কাছে যান শ্রীকান্ত রাও। অগ্নিমিত্রা পাল তাকে খড়্গপুরে মহকুমা হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দেন।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us