New Update
/anm-bengali/media/media_files/6SXyVDihSbfhXnBox8aU.jpg)
নিজস্ব সংবাদদাতাঃরাজ্যের মন্ত্রী ও মন্ত্রী-পুত্রকে আয়কর নোটিস। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি ও তার ছেলে সুপ্রকাশ গিরিকে নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর। ১৩ নভেম্বর তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
সুপ্রকাশ তৃণমূল পরিচালিত কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্য়ান। চিঠি হাতে না পেলেও, মেল মারফত নোটিস পেয়েছেন। সেখানে নিজে উপস্থিত হয়ে বা প্রতিনিধি পাঠিয়ে নথি জমা দিতে বলা হয়েছে। মন্ত্রী-পুত্র সুপ্রকাশ গিরির আশঙ্কা, বিজেপির কিছু নেতার বক্তব্যের পরেই আয়কর দফতরের নোটিস পাঠানোয় তদন্তে প্রভাব পড়তে পারে। যোগাযোগ করা হলেও প্রতিক্রিয়া এড়িয়েছেন কারামন্ত্রী অখিল গিরি।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us