দিল্লিতে ঝড়ে বড় দুর্ঘটনা, গাছ চাপা পড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু
পাকিস্তানকে হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের: পাকিস্তানকে ভারতের পাশে দাঁড়াতে বললেন ভ্যান্স
রাতে ফের গোলাগুলি, ৫ সেক্টরে উত্তেজনা – সীমান্তে সক্রিয় ভারতীয় বাহিনী
ভারত-পাক উত্তেজনায় কড়া নজরে রাষ্ট্রপুঞ্জ, শান্তির বার্তা নিরাপত্তা পরিষদের
WBBSE Madhyamik Result 2025: আজ সকাল ৯টা থেকে অনলাইনে রেজাল্ট দেখুন এইভাবে
টেক্সাস সীমান্তে নতুন মিলিটারি জোন: মাইগ্রেন্টদের আটক করবে সেনারা, পরবর্তী পদক্ষেপ কী?
ট্রাম্পের সমাবর্তন ভাষণে রাজনীতি, প্রশংসা আর প্রতিশ্রুতি—অ্যাবামায় উৎসবমুখর পরিবেশে প্রেসিডেন্টের জোরালো বার্তা
বারুদের দেশ এবার আগুনে— জ্বলন্ত জেরুজালেমে এখন শুধু ধ্বংস আর বাঁচার লড়াই
ভারতে তৈরি হবে iPhone? চীনা উৎপাদনে শুল্কে নাকাল অ্যাপল

বিচ্ছিন্ন আরামবাগের একাংশ, ডিভিসি'র ছাড়া জলের স্রোতে ভাঙলো রাজ্য সড়ক

আরামবাগের খানাকুল সংলগ্ন এলাকায় ডিভিসির জলের কারণে ভয়াবহ প্লাবন। এক মানুষ সমান জল কৃষি জমিতে। জলের স্রোতে রাজ্য সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যাহত।

author-image
Debapriya Sarkar
New Update
Arambagh flooding

নিজস্ব প্রতিবেদন : ডিভিসির ছাড়া জলে আরামবাগে যে প্লাবন প্রথমে হয়েছিল তার জেরে স্থানীয় মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আরামবাগের বেলিয়া, মলয়পুর সহ বিস্তীর্ণ এলাকা যে চাষের জমি রয়েছে সেখানে প্রায় এক মানুষের উচ্চতা সমান জল। তার মধ্যেই আবার নতুন করে বিপত্তি। ডিভিসির জলের স্রোতে ভেঙে পড়েছে রাজ্য সড়ক। 

Arambagh flooding

রাজ্য সড়কের কার্যত ৫০ ফুট রাস্তা জলের স্রোতে ভেসে চলে যায়। এর ফলে বর্ধমান, তারকেশ্বর যাওয়ার যে রাস্তা তা বন্ধ হয়ে গেছে। গ্রামের মানুষের পক্ষে মলয়পুর জেলার যে হাসপাতাল এবং স্কুল-কলেজ যাওয়ার রাস্তাও কার্যত বন্ধ। যদি কোন মানুষকে যদি এক দিক থেকে অন্যদিকে যেতে হয় তাহলে তাদের যেতে হচ্ছে জল ভর্তি মাঠের উপর দিয়ে। 

Flood

খানাকুলের পাশাপাশি আরামবাগের কিছু এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন। কোথাও এক কোমর থেকে এক মানুষ সমান জল। আর এই জলের পরিমাণ ক্রমশ বেড়েই চলছে আরামবাগের খানাকুল সংলগ্ন এলাকায়।