নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে দিন দিন বাড়ছে বেকার যুবক যুবতীদের সংখ্যা। তবে এবার তাদের জন্য এক খুশীর খবর দিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে কর্মসংবাদ পোর্টাল। আরও জানা গিয়েছে যে, সরকারি এবং বেসরকারি দুই ধরণের চাকরিই পাওয়া যাবে এই পোর্টালে।

/anm-bengali/media/post_attachments/c954112404e433595dff93f5e7f32946f4736743b882890b153074cb104991b8.jpg?size=948:533)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)