New Update
/anm-bengali/media/media_files/BDDapos6PR0w6MK4LLfm.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : শনিবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের কাঁসাই নদীতে জল কমতে শুরু করেছে। কয়েকদিনের বৃষ্টিতে ডেবরা, সবং,পিংলার বহু এলাকার বহু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছিল। তবে তার মধ্যেই চিন্তা বাড়িয়েছিল ডেবরার কাঁসাই ৷ হু হু করে বাড়ছিল জল। তারপর নদী বাঁধে ধস নামে। চিন্তায় ছিল এলাকাবাসী।আজ থেকে ধীরে ধীরে জল কমতে শুরু করেছে। স্বস্তি পাচ্ছে এলাকাবাসী। তবে চিন্তা এখনও যায়নি৷
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us