মণিপুরের থেকেও বাজে পরিস্থিতি বাংলায়!

মণিপুর নিয়ে সরব তৃণমূল। এদিকে বাংলায় একের পর এক ঘটনা ঘটে চলেছে। তা নিয়ে এবার বিরোধিতা শুরু বিরোধীদের। তৃণমূল জামানায় তৃণমূলের গুন্ডারা একমাত্র সুরক্ষিত বলে সুর চড়ালেন নিশীথ প্রামাণিক।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
১১১১১১

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : মণিপুরের থেকেও বাজে পরিস্থিতি বাংলায়! মালদার ঘটনায় এমনই ইঙ্গিত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। বাংলার পরিস্থিতির জন্য কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। নিশীথ ট্যুইট বার্তায় লিখেছেন,  ''মালদায়  ২ জন আদিবাসী মহিলাকে মারধর করা হয় এবং নগ্ন করে ঘোরানো হয়।মমতার ব্যর্থ নেতৃত্বের চেহারা এমনই।মমতা বন্দ্যোপাধ্যায়ের ভণ্ডামি আরও একবার উন্মোচিত হল। মণিপুরে যা ঘটেছে তা ভয়ঙ্কর, কিন্তু বাংলায় যা ঘটছে তা আরও খারাপ। তৃণমূল গুন্ডা ছাড়া আর কেউ সুরক্ষিত নয়।''