New Update
/anm-bengali/media/media_files/2024/10/24/RjZBvFTYcJaMbckRULf8.jpeg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ঘূর্ণিঝড় দানার প্রভাবে ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। দীঘা, মন্দারমনি, শংকরপুর, তাজপুর সহ বিভিন্ন এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মন্দারমনি আসা সমস্ত পর্যটকদের ফিরিয়ে দেওয়া হয়েছে সমুদ্র সৈকত লাগোয়া সমস্ত হোটেল থেকে।
এই আবহে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে যাতে কেউ সমুদ্র সৈকতের ধারে পৌঁছতে না পারে। এমনকি মন্দারমনিতে বাঁশের ব্যারিকেট করে ঘিরে ফেলা হয়েছে, সমুদ্রে যাওয়ার পথ।
/anm-bengali/media/media_files/2024/10/24/j6OD8rQPX1yjCB3RGIlh.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us