New Update
/anm-bengali/media/media_files/ht6Urqen5pUSDKLSYjGG.jpg)
নিজস্ব প্রতিনিধি, ডেবরা : দীর্ঘ গরমের ছুটির পর আজ খুললো স্কুল।গরমের মধ্যেও সকালে স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার ৫০ শতাংশেরও বেশি। তাপমাত্রা বেশি থাকার কারণে স্কুলের মধ্যে পাখা লাগানো রয়েছে৷ পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হয়েছে। এমনই ছবি ধরা পড়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের বাড়াগড় রামকৃষ্ণ প্রাইমারি স্কুলে। সকাল সকাল পড়ুয়ারা স্কুলে হাজির হয়েছে। মিড মিলের রান্নাও চলছে আজ থেকেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us