ভাঙা বাড়ির মধ্যে থেকে অজানা জন্তুর গর্জন, এলাকায় আতঙ্ক

এলাকায় আতঙ্ক।  

author-image
Adrita
New Update
জখ

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ রাতের অন্ধকারে ভাঙা বাড়ির মধ্যে থেকে অজানা জন্তুর গর্জন। উৎসুক মানুষ গিয়ে যা দেখলেন তা শুনলে অবাক হতেই হয়। তাদের বক্তব্য তারা কোন জন্তুর দেখা পেয়েছেন, তাও আবার জোড়ায়। সেই খবর মুখে মুখে ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে সরেজমিনে ঘটনার তদন্তের পাশাপাশি এলাকাবাসীদের সচেতন করলেন বন বিভাগের খড়গপুর ডিভিশনের অন্তর্গত ঘাটাল সোশ্যাল ফরেস্ট রেঞ্জের আধিকারিকসহ বন বিভাগের কর্মীরা।

জানা গিয়েছে, ২৬ নভেম্বর বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর -২ ব্লকের বেনাই গ্রামে সচেতনতা মূলক মাইকিং প্রচার চালানো হয়,লাগানো হয় পোস্টার। প্রসঙ্গত গত ২৫ নভেম্বর রাতে ওই গ্রামের রাস্তার পাশের একটি পরিত্যাক্ত মাটির বাড়ি থেকে বাঘের মতোই গর্জন ভেসে আসতে শুনে জড়ো হন  এলাকার বেশকিছু মানুষ। প্রত্যক্ষদর্শীরা জানান টর্চের আলো ফেললে দেখা যায় অনেকটা চিতা বাঘের মতো একজোড়া বন্য জন্তুর নিজেদের মধ্যে লড়াই করছে।

তাদের গর্জনেই কেঁপে উঠছে আশেপাশের এলাকা।খবর ছড়িয়ে পড়তে ভয়ে সিঁটিয়ে যান ওই গ্রামের মানুষজন। জন্তু দুটির ছবি ভিডিও ক্যামেরা বন্দী করা হয়। খবর পৌঁছায় বনদপ্তরে, গত ২৬ নভেম্বর বিকালে বন বিভাগের একটি দল জন্তুদুটির ফুটপ্রিন্ট পর্যবেক্ষণ করে ও ছবি দেখে জানান সেগুলি বাঘ নয় তবে বাঘরোল। যা পশ্চিমবঙ্গের রাজ্য পশু। মূলত জলাশয়ের ধারে ঝোপঝাড়ে এরা বসবাস করে, মাছ, কাঁকড়া ইত্যাদি খেয়েই এরা জীবনযাপন করে। বর্তমানে এরা বিপন্নপ্রায় প্রানীর তালিকায় রয়েছে। সেই সমন্ধে ওইদিন সাধারণ মানুষকে সচেতন করা হয়।