New Update
/anm-bengali/media/media_files/Epb7DbqHus7OxHg9aeLl.webp)
নিজস্ব সংবাদদাতা: সোমবার ফের কালনায় স্বস্তির বৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকেই কালনার আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তবে বেলা একটু গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে কালনায়। ফলে দুপুরের দাবদাহের সময় এই বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন কালনাবাসী। বিকেলের দিকে কালনায় আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। বিকেল থেকে শীতল আরামদায়ক আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।
/anm-bengali/media/media_files/ppJbN0MpngQhyOHI0PrR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us