রেল গেট বন্ধ থাকাই হল, পৃথিবীর আলো দেখার আগেই মৃত্যু শিশুর- পশ্চিম মেদিনীপুরের ঘটনায় শিউরে উঠবেন

পশ্চিম মেদিনীপুরে কি হল?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
e

নিজস্ব প্রতিনিধি: নাবালিকা মায়ের রাস্তার টোটো তেই প্রসব যন্ত্রণা, টোটোতেই জন্ম হল মৃত সন্তানের। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার অন্তর্গত গণুয়ার কসবা এলাকায় ঘটলো এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র ১৫ বছরের এক নাবালিকা মা রাস্তার মাঝে টোটোতেই প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতেই জন্ম দিল এক মৃত সন্তানকে। প্রতিদিন আমরা সচেতনতার কথা বলি, প্রশাসন বারবার প্রচার চালায় নাবালক-নাবালিকার বিয়ে আটকাতে, তবুও যেন কিছুতেই থামানো যাচ্ছে না এই সামাজিক বিপর্যয়। আজকের এই ঘটনাই যেন এক নির্মম উদাহরণ হয়ে রইল। জানা গেছে, নাবালিকার প্রসব যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন এবং স্থানীয় আশা কর্মী তড়িঘড়ি করে একটি টোটোতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাকে।

e

কিন্তু পথের মাঝে রেলগেট বন্ধ থাকায় দীর্ঘক্ষণ আটকে থাকতে হয় তাদের। সেই সময়েই গাড়িতেই প্রসব হয় এবং সদ্যোজাত শিশুটি মৃত অবস্থাতেই জন্ম নেয়। হাসপাতালে পৌঁছে চিকিৎসকরা জানান, নাবালিকার বয়স খুবই অল্প হওয়ায় সে বুঝতেই পারেনি প্রসব যন্ত্রণা কাকে বলে। সময়মতো চিকিৎসা না মেলায় এবং বয়সজনিত কারণে এই বিপর্যয় ঘটে। আশা কর্মী বলেন, "আমি নিজের খরচে, নিজের উদ্যোগে প্রাণপণ চেষ্টা করলাম। কিন্তু বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। ও নাবালিকা হোক বা সাবালিকা, আমার কর্তব্য পরিষেবা দেওয়া। কিন্তু এমনটা দেখতে খুব কষ্ট হয়।"