পদ খালি নেই! 'হিসাবরক্ষক' দেবাংশুকে সাফ জবাব বিজেপির

বিজেপির ঘরে ঢিল ছুঁড়তেই এবার পাল্টা খেলেন দেবাংশু ভট্টাচার্য।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaaaaaa

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : বিজেপির হিসাবরক্ষকের পদ খালি নেই! তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যকে সাফ জানিয়ে দিল বিজেপি। ঘটনার সূত্রপাত দেবাংশুর একটি পোস্টকে কেন্দ্র করে। যেখানে অমিত শাহের দেওয়া টার্গেটের কথা স্মরণ করিয়ে খোঁচা দিয়েছেন তৃণমূল নেতা। পোস্টে দেবাংশু কেন্দ্রীয় স্বরাষ্ট্রন্ত্রীকে ট্যাগ করে লিখেছেন,'' বাংলার ৩৫টি আসনে জয়ের স্বপ্ন! এদিকে,  ৪২টি বোলেরো গাড়ি বিক্রি করে পকেটে নগদ বিজেপি নেতাদের, দুর্গা পূজা কমিটিগুলির জন্য তহবিল বদল করুন। দুর্নীতির জন্য দলীয় কর্মীদের প্রতিবাদের মুখোমুখি হন। আগে আপনার ঘর সাজান, তারপর বাংলার কথা ভাবুন।'' আর এরই পাল্টা জবাব দিয়ে বিজেপির তরফে করা হয়েছে একটি পোস্ট। যেখানে দেবাংশুর উদ্দেশ্যে গেরুয়াশিবিরের তরফে লেখা হয়েছে, ''যদি এটি বিজেপিতে হিসাবরক্ষকের চাকরির জন্য একটি আবেদন হয়, তাহলে সেই পদটি খালি নয়। পরের বছর আবার চেষ্টা করুন।এছাড়াও ভাইপো সম্পর্কে উদ্বিগ্ন হওয়া আপনার পক্ষে সার্থক হতে পারে, যিনি একাধিক কেলেঙ্কারির জন্য একাধিক তদন্তের অধীনে রয়েছেন এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, যাকে বহিষ্কারের সুপারিশ করেছে নীতিশাস্ত্র কমিটি ক্য়াশ ফর কোয়েরি কেলেঙ্কারির ঘটনায় । আমাদের কি আপনাকে বিভিন্ন কেলেঙ্কারির জন্য জেলে থাকা তৃণমূলের মন্ত্রীদের তালিকা পাঠাতে হবে নাকি আপনার কাছে আছে?সুতরাং, তৃণমূলকে নিয়ে চিন্তা করুন, বিজেপি ভাল কাজ করছে। বাংলার মানুষ তৃণমূলকে ক্ষমতাচ্যূত করাটা শুধু সময়ের অপেক্ষা।'