/anm-bengali/media/media_files/2025/05/17/XA3isj4OIAaOfJ1fxfAM.png)
নিজস্ব প্রতিনিধি: সাংসদ দেবের তহবিল থেকে হাসপাতালে কোটি টাকা ব্যায়ে তৈরি হওয়া নাইট শেল্টারের বেহাল দশা। তীব্র গরমেও ঘোরে না কোনো পাখা, ভেঙ্গে পড়ে রয়েছে ইলেকট্রিক বোর্ড, বেরিয়ে রয়েছে তার। গরমের মধ্যেই দিন কাটাতে হচ্ছে রোগীর পরিজনদের।
/anm-bengali/media/post_attachments/9f24f4d7-50a.png)
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের সাংসদ কোটা থেকে কয়েক বছর আগে হাসপাতালে রোগীর পরিজনদের থাকার জন্য প্রায় দু কোটি টাকা ব্যয় করে তৈরি হয়েছে নাইট শেল্টার (যাত্রী নিবাস)। বর্তমানে দু কোটি টাকার নাইট শেল্টারের বেহাল দশা, তীব্র গরমে ঘোরে না কোন পাখা, ভেঙ্গে পড়ে রয়েছে পাখা, এমনকি ইলেকট্রিক এর বোর্ড ভেঙ্গে বেরিয়ে রয়েছে তার, তীব্র গরমের মধ্যে চরম সমস্যায় রোগীর পরিজনেরা। তাদের অভিযোগ, গরমে যাত্রী নিবাসে চলে না কোন পাখা, নোংরা আবর্জনা পড়ে রয়েছে, বাড়ছে মশার উপদ্রব, তীব্র গরমের মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের। এমনকি যাত্রী নিবাসে ঘুরে বেড়াচ্ছে কুকুর।
/anm-bengali/media/post_attachments/5aab005b-bd9.png)
যদিও এই বিষয়ে ঘাটাল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার মহেশ্বর মান্ডি ক্যামেরার সামনে বেশি কিছু না বললেও, তিনি জানান আমরা অভিযোগ পেয়েছি, তাড়াতাড়ি সমস্যার সমাধান করে দেওয়া হবে। তবে এই বিষয়ে পুরো অভিযোগ স্বীকার করে নিয়েছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধক্ষ পঞ্চানন মন্ডল, তিনি বলেন আমি হাসপাতালের সুপারের সাথে কথা বলেছি, খুব তাড়াতাড়ি নাইট শেল্টারের পাখাগুলি ঠিক করা হবে। রোগীর পরিজনেরা গরম থেকে রেহাই পাবে"। এখন দেখার কত দ্রুত এই সমস্যার সমাধান হয়?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us