বেলুন আর বাহারি কাপড় দিয়ে সাজানো ‘পিঙ্ক বুথ’ কেন্দ্র! দেখলেই চমকে যাবেন

২০২৪ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট গ্রহণ প্রায় শেষ পর্যায়ে। সেই নিয়ে জানা গেল গুরুত্বপূর্ণ খবর।

author-image
Probha Rani Das
New Update
xvbbcvx37.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বাইরে থেকে এক ঝলক দেখলে মনে হবে আপনি কোন বিয়ে বাড়িতে এসে হাজির হয়েছেন। কিন্তু আদতে তা না, ভীতরে ঢুকলেই আপনার ভুল ভাঙ্গবে। কারণ আপনি তখন পৌঁছে গেছেন এক ভোট কেন্দ্রে।

xvbbcvx38.jpg

নির্বাচন কমিশনের সৌজন্যে এবার বাঁকুড়া সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠের ১৮৭ ও ১৮৮ নম্বর বুথ একদিকে যেমন সম্পূর্ণ মহিলা পরিচালিত, অন্যদিকে তেমনই 'পিঙ্ক বুথ' হিসেবে গড়ে তোলা হয়েছে। গোলাপী কাপড় দিয়ে এই বুথ তৈরীর পাশাপাশি বেলুন আর বাহারি কাপড় দিয়ে সাজানো সুদৃশ্য গেট, সেলফি পয়েন্টের সঙ্গে রয়েছে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটদাতাদের জন্য বিশ্রামের ব্যবস্থাও। 

xvsbbcvx36.jpg

Add 1