/anm-bengali/media/media_files/2025/07/29/new-project-s-2025-07-29-21-47-20.jpg)
নিজস্ব সংবাদদাতা: দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ওপর হওয়া অত্যাচারের জন্য ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২০২৬-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। সেইমত তৃণমূল সমর্থকরা ইতিমধ্যেই ভাষা আন্দোলনের জন্য পথে নেমেছেন। ভাষা আন্দোলনের ডাক দিয়ে পথে নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীও। যদিও বিজেপির তরফে তৃণমূলের এই আন্দোলনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। বিজেপির দাবি ভাষা আন্দোলনের নামে বাংলাদেশী-রোহিঙ্গা অনুপ্রবেশ বজায় রাখতে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে তৃণমূল।
/anm-bengali/media/post_attachments/fba26fbb-de9.png)
তৃণমূলের এই আন্দোলনের মধ্যেই এবার নাম না করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সোজা বাক-আক্রমণ দাগলেন কালনা-৪ নং বিজেপির মন্ডল সভাপতি গৌর মন্ডল মহাশয়। তিনি তথ্য দিয়ে দাবি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষকে রাজনৈতিক স্বার্থে ভুল বোঝানোর চেষ্টা করছেন এবং মুখ্যমন্ত্রী নিজেও ভিন্ন রাজ্যের একাধিক ব্যক্তিত্বকে নিজের দলের সাংসদ ও বিধায়ক পদে লড়াইয়ের টিকিট দিয়েছেন এবং বিধানসভা ও লোকসভায় স্থান করে দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/8c55726f-62b.png)
এছাড়াও তিনি সোজা কটাক্ষ করে বলেন, "যে পিসি নিজের ভাইপোর জন্য একজন বাঙ্গালী বৌমা আনতে পারেননি তিনি আবার বাংলা ভাষার আন্দোলন করছেন 🤗 কি অবস্থা এই বাংলার!" কালনার বিজেপির ৪ নং মন্ডল সভাপতি গৌর মন্ডলের এই পোস্টকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us