Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/IXevr0W6rvQJdMzQlekL.jpg)
নিজস্ব সংবাদদাতা : এগরায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত ভানু বাগের। এবার মৃত্যু হলও আরো একজনের। শনিবার সকালে এসএসকেএমে চিকিৎসাধীন খাদিকুলের পিঙ্কি মাইতির মৃত্যু হয়েছে। এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ জন। এর আগে শুক্রবার মৃত্যু হয় রবীন্দ্র মাইতির। এছাড়াও বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছিল ৯ জনের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us