/anm-bengali/media/media_files/mH8NOFLHqCQtVgbM2cAV.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য সদা ধর্ম-বর্ণ নির্বিশেষে কাজ করে চলেছেন। তবে এবার তরুণজ্যোতি তিওয়ারি তাকে বড়সড় নিশানা করলেন। তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন, "বাংলার ইতিহাসের সবচেয়ে বাঙালি-বিরোধী সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস।
/anm-bengali/media/media_files/2025/04/24/ivLp9xiSxTRFfHcKBeA3.png)
তারা নিজেদের পকেট ভরতে ভরতে রাজ্যকে ধ্বংস করে দিয়েছে। চাকরি, বাড়ি থেকে শুরু করে জল, রাস্তা, প্রাকৃতিক সম্পদ, ত্রাণ সামগ্রী, রেশন, এমনকি স্কুল - তারা বাংলাকে সর্বত্র লুট করেছে। এবার, বাংলার মানুষ এই দুর্নীতিগ্রস্ত এবং বাঙালি-বিরোধী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে"। তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে। তবে বাংলার মানুষেরও কি একই মত? তা জানা যাবে ২০২৬ সালের নির্বাচনে।
Mamata Banerjee and the TMC have proven to be the most anti-Bengali government Bengal has ever seen. They have ruined the state while filling their own pockets. From jobs and homes to water, roads, natural resources, relief material, ration, and even schools — they have looted… pic.twitter.com/eSGFWC4cH2
— Tarunjyoti Tewari (@tjt4002) May 25, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us