তৃণমূল কংগ্রেসের নৈতিক দেউলিয়াপনা আর পুলিশের নির্বাক ভূমিকা — এটাই আজকের বাংলা- এবার বলে ফেললেন বাংলারই বড় নেতা

কি বললেন বাংলার বড় নেতা?

author-image
Aniket
New Update
mamatadh.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতাঃ এবার তরুণজ্যোতি তিওয়ারি ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন। 

tarunjyoti

তিনি বলেছেন, "পুলিশ যখন দলদাস, ন্যায় তখন নির্বাসিত।

একজন সাধারণ নাগরিক যদি কোনও পুলিশ অফিসারের মা ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেয়, পুলিশ অফিসারকে মারধরের হুমকি দেয় ও অশ্রাব্য ভাষায় গালাগালি করে — তাহলে তার জায়গা হতো থানার লকআপ। তারপর মামলা, জামিন, বিচারসভা — সবই হতো।

কিন্তু যখন নাম হয় অনুব্রত মণ্ডল, তখন নীতি-নিয়ম ছুটি নেয়। তখন শাসক দল ফেসবুকে বিবৃতি দেয়, বলে "ক্ষমা চাইতে হবে", না হলে শোকজ!

শোকজ?
ধর্ষণের হুমকি, পুলিশের অপমান — এসবের সাজা কি এখন ক্ষমা চেয়ে শোকজে শেষ?

তাহলে আগামী দিনে একজন সাধারণ মানুষও এমন কাজ করে একটু ক্ষমা চেয়ে নিলেই চলবে?

জানি, পশ্চিমবঙ্গের পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে — কিন্তু পুলিশ কি কোনও একক দলের ব্যক্তিগত সম্পত্তি?
জনগণের টাকায় চলা এই বাহিনীর কি দায়িত্ব শুধু তোষামোদ?

আজ দরকার একটা জনসেবামূলক ফান্ড —
“পশ্চিমবঙ্গ পুলিশের মেরুদণ্ড সোজা করো অভিযান”
যে বাহিনীর স্পাইন বাঁকা, তাদের আইন রক্ষা করার দায় কীভাবে দেওয়া যায়?

তৃণমূল কংগ্রেসের নৈতিক দেউলিয়াপনা আর পুলিশের নির্বাক ভূমিকা — এটাই আজকের বাংলা।"