বঞ্চনার তালিকা বাড়ছে, এবার জবাব চাইছে বিজেপি- ঘুমোচ্ছে শাসকদল?

কৃষ্ণদেবপুরে পথসভা বিজেপির।

author-image
Aniket
New Update
e23ce813-5e06-48fb-95a2-8a20ec32e079

নিজস্ব সংবাদদাতা: শাসকদলের এক এক বছর পার হচ্ছে, আর বাড়ছে সাধারণ মানুষের প্রতি তাদের বঞ্চনার তালিকাও- এই অভিযোগকেই সামনে রেখে এবার কালনার কৃষ্ণদেবপুরে পথে নামল বিজেপি। কালনার ৪ নম্বর মন্ডল সভাপতি গৌর মন্ডলের নেতৃত্বে কৃষ্ণদেবপুরের ষষ্ঠীতলায় পথসভা অনুষ্ঠিত হয় এদিন। 

একদিকে যেমন চলছে, 'আমাদের পাড়া, আমাদের সমাধান' কর্মসূচি, ঠিক অন্যদিকে বাস্তব চিত্র আলাদা। কৃষ্ণদেবপুরের একাধিক রাস্তার হাল বেহাল, বহু বাড়িতে পৌঁছাচ্ছে না পানীয় জল, সরকারি বাড়ি পাচ্ছেন না বহু মানুষ- সাধারণ মানুষের এই সমস্ত অভিযোগ নিয়ে ইতিপূর্বে গৌর মন্ডলের নেতৃত্বে কৃষ্ণদেবপুরের গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন জমা দেওয়ার আয়োজন করা হয়। তবে সেদিন সময় দিয়েও, গায়েব ছিলেন পঞ্চায়েত প্রধান ও উপপ্রধান। ফলে এবার পথে নামতে বাধ্য হয় বিজেপি।

বিজেপির এই পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি গোপাল চ্যাটার্জি। সাধারণ গ্রামবাসী ও বিজেপির কর্মকর্তাদের উপস্থিতিতে তৃণমূলের বঞ্চনা ও মিথ্যার তালিকা তুলে ধরা হয় এদিন। 

এই সভা থেকে গৌর মন্ডল বলেন, "দুর্বিষহ অবস্থায় সাধারণ মানুষ। তৃণমূল কি ঘুমাচ্ছে? ২০২৬-এ এই সরকারের পতন নিশ্চিত। বিজেপির শুভ আগমনে এই অশুভ সরকারের চির বিদায় পরিলক্ষিত হবে।"