ডেঙ্গুর ভয়াবহতা কাড়ছে প্রাণ, রাজ্যে আতঙ্কের পরিস্থিতি

গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যুর হয়েছে বলে খবর। উদ্বেগজনক এই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় শনিবার রাজ্য় প্রশাসনের শীর্ষ কর্তাদের একাধিক নির্দেশ দেন মুখ্য়মন্ত্রী।

author-image
Adrita
New Update
z

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে ফের ডেঙ্গুর (Dengue) কারণে মৃত্যু হল এক তরুণীর। জানা গিয়েছে ওই তরুণী দক্ষিণ দমদমের (Dumdum) বাসিন্দা ছিলেন। প্রথমে তাঁকে নাগেরবাজারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবার সূত্রে খবর সেখানেই মৃত্যু (Death) হয় তাঁর। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথাও উল্লেখ করা হয়েছে। এই নিয়ে দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 

hiring.jpg

ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্য়োপাধ্যায়ের। এলাকার বাড়ি বাড়ি গিয়ে মশা মারার তেল স্প্রে করা হয় এবং ব্লিচিং পাউডার ছড়ানো হয়। 

hiring 2.jpeg