গরম বাড়ছে পাহাড়ে! বৃষ্টির সম্ভাবনা নিয়ে কী বলল হাওয়া অফিস?

গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। কিন্তু উত্তরবঙ্গেও খুব একটা স্বস্তি থাকবে না।

New Update
মন

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। কিন্তু উত্তরবঙ্গেও খুব একটা স্বস্তি থাকবে না।  উত্তরবঙ্গেও বাড়বে গরম ও অস্বস্তি। তাপমাত্রা বাড়বে দার্জিলিং ও কালিম্পংয়ে। তাপপ্রবাহের সর্তকতা রয়েছে উত্তরের জেলা মালদা ও উত্তর- দক্ষিণ দিনাজপুরে। তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারেও। 

আজ দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৭ দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে।