/anm-bengali/media/media_files/BT5LqkpxcjcZKbsHqujk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে ব্যাপক হিংসা প্রসঙ্গে ফের রুদ্র মূর্তি ধারণ করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যের ভোটে ব্যাপক হিংসার জন্য রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন নন্দীগ্রামেরবিজেপি বিধায়ক। তিনি আজ শনিবার বলেন, ‘রাজীব সিনহাকে নিয়োগ করে রাজ্যপাল সবচেয়ে বড় ভুল করেছেন। দুপুর ৩টা অবধি ১৫ জনেরও বেশি মানুষ মারা গেছে, তারা তৃণমূলের গুন্ডাদের হাতে নিহত হয়েছে। কেন্দ্রের উচিত ৩৫৫ বা ৩৫৬ অনুচ্ছেদ নিয়ে হস্তক্ষেপ করা। আমরা সংবিধানের রক্ষকের কাছ থেকে ব্যবস্থা চাই।“
#CORRECTION | Nandigram,WB: "...The governor made the biggest mistake by appointing Rajiva Sinha (State Election Commissioner)...It is 3 pm & over 15 people have died, they were killed by TMC goons...Centre should intervene with either Article 355 or 356...we want action from…
— ANI (@ANI) July 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us