New Update
/anm-bengali/media/media_files/YQ6LMjdlZnbcggXeF6D0.jpg)
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ চব্বিশের লোকসভা ভোটের আগে বাজিমাত করল রাজ্যের শাসকদল। কার্যত ধরাশায়ী গেরুয়া শিবির। এবার সমবায়সমিতি নির্বাচনে জয়জয়কার ঘাসফুল শিবিরের। বিরোধীদের খালিহাতে বাড়ি ফিরতে হল। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের এগরা কৌড়দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী হল তৃণমূল।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
সমবায় সূত্রের খবর, সমিতির মোট ৮ টি আসনের মধ্যে আটটি'তেই তৃণমূল জয়লাভ করেছে। মোট ভোটার সংখ্যা ছিল ৪৫৪ জন। ভোট পড়েছে ৪২৯টি। জয়লাভ করার পর তৃণমূলের পক্ষ থেকে সবুজ আবির মেখে মিষ্টিমুখ করানো স্থানীয় কর্মী-সমর্থক-সহ এলাকাবাসীকে।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us