‘পশ্চিমবঙ্গ সরকারের শাসনে পড়ুয়াদের ভবিষ্যৎ আতঙ্কের মুখে’! কটাক্ষ বিজেপির

বিজেপির তরফে টুইট করে জানানো হয়েছে, কখনো ইঁদুর, কখনো গিরগিটি, আবার কোথাও সাপ বা টিকটিকি মেশানো খাবার খাচ্ছে ক্ষুদে ক্ষুদে পড়ুয়ারা।

author-image
Probha Rani Das
New Update
bjpflag.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির তরফে টুইট করে জানানো হয়েছে, “কখনো ইঁদুর, কখনো গিরগিটি, আবার কোথাও সাপ বা টিকটিকি মেশানো খাবার খাচ্ছে ক্ষুদে ক্ষুদে পড়ুয়ারা।

পশ্চিমবঙ্গে এই সরকারের শাসনে পড়ুয়াদের ভবিষ্যৎ আতঙ্কের মুখে।” 

Adddd