New Update
/anm-bengali/media/media_files/8m4WklG7FLDKGBPkyDjy.jpg)
দিগ্বিজয় মাহালি, ডেবরাঃ আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হবে। তাই সারা দেশ জুড়ে আয়োজন চলছে। সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডিঙ্গল এলাকায় কালী মাতা ও শিব মন্দির পরিস্কারে হাত লাগালেন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস। এদিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বালতি জল নিয়ে মন্দির পরিস্কার করেন।
/anm-bengali/media/media_files/2gpUpSBRoDrcHu3ZUa3U.jpg)
এই মন্দিরেই চলবে পূজা অর্চনা। প্রসাদ বিতরণ। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস জানান সারা জেলা জুড়ে রাম মন্দির সহ বিভিন্ন মন্দির গুলিতে আগামীকাল যজ্ঞ,পূজা অর্চনার ব্যবস্থা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি বিভিন্ন জায়গায় প্রসাদ বিতরন করা হবে। আমরা তারই শেষ পর্যায়ের প্রস্তুতিতে ব্যস্ত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us