২ হাজার ৫১৩ চাকরি প্রার্থীর ভাগ্যের শিকেয় ছিঁড়তে চলেছে, নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্ধারিত হবে প্রায় আড়াই হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যত।

author-image
Adrita
New Update
s

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষক পদে ২৫১৩ জন চাকরিপ্রার্থীর ভাগ্য খুলতে পারে। সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে চাকরিপ্রার্থীদের সঠিক তথ্য চাওয়া হয়েছে। 

Bengal SSC Recruitment Verdict | Many candidates who gave examination in  2016 for migration have lost their jobs - Anandabazar

সূত্র মারফত জানা গিয়েছে যে, ২০২০ থেকে ২০২২ সালের ব্যাচের ডি.এল.এড প্রশিক্ষিতরা অংশ নিতে পারবেন কিনা, তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সুপ্রিম কোর্ট। ‌বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে আগামী ২৩ জুলাই। 

শিক্ষা পর্ষদ প্রার্থীদের সঠিক তথ্য শীর্ষ আদালতে জমা দেওয়ার পরেই পরবর্তী শুনানিতে স্থির হবে প্রায় আড়াই হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যত।

Ssc Recruitment Scam News in Bengali, Videos and Photos about Ssc  Recruitment Scam - Anandabazar

Add 1