নিজস্ব সংবাদদাতাঃ আজকেই আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে নিহতের পরিবার দেহ সৎকার করতে চায় বলে সূত্রের খবর। জানা গিয়েছে, নিহতের পরিবার দেহ চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন। জনস্বার্থ মামলাকারী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন।
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
প্রধান বিচারপতির এই আবেদনের পরিপ্রেক্ষিতে মন্তব্য় করেছেন যে, ' মৃত ব্যক্তির প্রতি সম্মান দেখানো কর্তব্য। '
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)