/anm-bengali/media/media_files/3nHk5VowX3yQKLDssM4F.webp)
নিজস্ব সংবাদদাতাঃ বৃহস্পতিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, আর্থিক তছরুপের মামলায় তৃণমূল নেতা শেখ শাহজাহান ও অন্যান্যদের বিরুদ্ধে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শাহজাহান ও অন্যান্যদের সঙ্গে মিলে জখম, খুন, খুনের চেষ্টা, চাঁদাবাজি এবং সাধারণ মানুষের জমি দখল করে অবৈধ আর্থিক লাভ-ভাতা আদায়ের মতো সংগঠিত অপরাধে লিপ্ত হয়ে ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছেন বলে অভিযোগ আনা হয়।
ED initiated an investigation based on 13 FIRs registered by West Bengal Police under various sections of the IPC Act, 1860 and Arms Act, 1959 against Sahajhan Sekh and others on the allegations that they have created an atmosphere of terror by indulging in organized crime of…
— ANI (@ANI) May 30, 2024
ইডি জানিয়েছে, ইডির কলকাতা জোনাল অফিস শেখ শাহজাহান ও অন্যান্যদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন (পিএমএলএ), ২০০২-এর অধীনে কলকাতার বিচর ভবনের বিশেষ বিচারকের কাছে শেখ সাহাজান, শেখ আলমগীর, শিব প্রসাদ হাজরা এবং অন্যান্যদের বিরুদ্ধে প্রসিকিউশন অভিযোগ (পিসি) দায়ের করেছে।
ইডির তদন্তে উঠে এসেছে যে শেখ সাহাজান জমি দখল, অবৈধ মাছ চাষ/ব্যবসা, ইটভাটা দখল, চুক্তি কার্টেলাইজেশন, অবৈধ কর ও লেভি সংগ্রহের পাশাপাশি জমি চুক্তিতে কমিশনকে ঘিরে একটি অপরাধমূলক সাম্রাজ্য তৈরি করেছিলেন।
সূত্রে খবর, ইডি ভারতীয় দণ্ডবিধি আইন, ১৮৬০ এবং অস্ত্র আইন, ১৯৫৯ এর বিভিন্ন ধারায় পশ্চিমবঙ্গ পুলিশ কর্তৃক দায়ের করা ১৩ টি এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল যাতে তারা আঘাত, খুন, হত্যার চেষ্টা ও তোলাবাজির হুমকি দেওয়ার সংগঠিত অপরাধে লিপ্ত হয়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল এবং সাধারণ মানুষের জমি দখল করে অবৈধ আর্থিক লাভ ও সুবিধা অর্জন করেছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us