উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ভয়ংকর বিপদ!

পরীক্ষা দিতে গিয়ে ছাত্রীর উপর ভেঙে পড়ল ফ্যান।

author-image
Jaita Chowdhury
New Update
ikjhbnvlikjhnbv

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার বোলপুরের বিবেকানন্দ স্কুলে ভয়াবহ দুর্ঘটনা (Exam Hall Accident) ঘটল উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) হলে। পরীক্ষা চলাকালীন আচমকাই হলের সিলিং ফ্যান (Ceiling Fan) খুলে পড়ে এক ছাত্রীর উপর। প্রাথমিকভাবে জানা গেছে, বোলপুর একলব্য মডেল স্কুলের এক ছাত্রী আহত হন, তবে গুরুতর চোট না লাগলেও আতঙ্কে তিনি এবং অন্যান্য পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আশ্চর্যের বিষয়, আহত ছাত্রী পরীক্ষা বন্ধ না করে তা শেষ করেন, তারপর তাঁকে চিকিৎসার জন্য বোলপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে (Bolpur Health Centre) নিয়ে যাওয়া হয়।  

সূত্রের খবর, প্রতিবারের মতো এবারও বিবেকানন্দ স্কুলকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্র (Exam Centre) করা হয়েছিল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ হঠাৎ করেই পরীক্ষার হলে ছাদ থেকে একটি ফ্যান খুলে সরাসরি এক ছাত্রীর গায়ে পড়ে। ঘটনাস্থলেই তিনি ব্যথা পান, কিন্তু পরীক্ষা চালিয়ে যান। তবে সেই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন আরও এক পরীক্ষার্থী, যিনি অসুস্থ হয়ে যান। কর্তব্যরত চিকিৎসকদের খবর দেওয়া হলে, তাঁদের দু’জনেরই (Injured Students) প্রাথমিক চিকিৎসা করা হয়। পরীক্ষা শেষে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও এখন দু’জনেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে।  

students

কিন্তু প্রশ্ন উঠছে, উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনে এমন ভয়ংকর দুর্ঘটনা কেন ঘটবে? আতঙ্কিত অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, “এখনও বহু পরীক্ষা বাকি, আর মেয়েরা আতঙ্কে রয়েছে। সামান্য এদিক-ওদিক হলেই আরও বড় বিপদ হতে পারত। স্কুল কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া দরকার।” তাঁদের মতে, পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।  

এদিকে, উচ্চ মাধ্যমিক স্কুল কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক অভিজিৎ নন্দন এই ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে দাবি করেছেন। তাঁর কথায়, “দুর্ঘটনার খবর পেয়েই আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। আহত ছাত্রীরা আপাতত সুস্থ এবং তাঁদের কোনও অসুবিধা না হয়, সে বিষয়েও নজর রাখা হচ্ছে।” তবে এই ঘটনাকে ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক রয়েই গেছে, এবং প্রশ্ন উঠছে—পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা কি আদৌ নিশ্চিত করা হয়েছে?