New Update
/anm-bengali/media/media_files/SrE3k6fwebgINsipi4QE.jpeg)
নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের টাকা তছরূপের অভিযোগ তুলে কলেজের গেটে বিজেপি পোস্টার লাগালো। পোস্টারে লেখা বিজেপির অভিযোগ যে, ঘাটাল কলেজে পড়াশোনার পর্যাপ্ত পরিকাঠামো নেই এরপরেও ১২ লক্ষ টাকা খরচ করে অধ্যক্ষের অফিস ঘর সাজানো হচ্ছে এই সমস্ত টাকা কার টাকা ? শাসক দলের নেতারা কি ৩০% কাটমানি খেয়ে চুপ করে আছে। দীর্ঘদিন কলেজের নির্বাচন বন্ধ, বছরের পর বছর কোন হিসেব ছাড়াই কলেজ ফান্ডের লক্ষ লক্ষ টাকা কার পকেটে ঢুকছে ? এমনই অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের বিভিন্ন গেটে পোস্টার দিল বিজেপির যুব মোর্চা ঘাটাল ৫ নম্বর মন্ডলের সদস্যরা।
/anm-bengali/media/post_attachments/d765ec94-637.png)
যদিও এই বিষয়ে ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মন্টু কুমার দাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us