/anm-bengali/media/media_files/h0dbVNBihba43dDrd4Sm.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। আর এই পরিবেশ দিবসের দিনেই এক গোটা কবিতা লিখে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই কবিতা তার এক্স বার্তায় পোস্ট করেছেন।
তিনি লিখেছেন, '' সবুজের সমারোহে ভরে উঠুক ধরিত্রী, সবুজই আমাদের প্রেরণা, সবুজই আমাদের রক্ষক। আমাদের লক্ষ্য সবুজ পৃথিবী। তাই আমরা বলি- ' সবুজ বাঁচাও, সবুজ দেখাও / সবুজের মাঝে বিবেক জাগাও / সবুজ ধ্বংস করো না / সৃষ্টিকে উপড়ে দিও না/ ওরাও তো বাঁচতে চায় / ওদের মুখে হাসি ফোটাও / নতুন যুগের আহ্বানে / নব প্রজন্মের প্রাণের টানে / নূতন চলেছে নূতনের সন্ধানে / মুক্তি চলেছে শান্তির বন্ধনে / সবুজ চলেছে যুগের / আহ্বানে / সবুজের রঙে লাল কখনো হয় না / বসন্তের সৌরভ সবুজের বড় পাওনা- / ওরাও তো খেলতে চায় / ওরাও তো আলো দেখায় / তাই ওদের বুকে এসো সোনা ঝরাও / সবুজ বাঁচাও, সবুজ দেখাও। '
সকলকে জানাই বিশ্ব পরিবেশ দিবসের আন্তরিক শুভেচ্ছা। ''
সবুজের সমারোহে ভরে উঠুক ধরিত্রী, সবুজই আমাদের প্রেরণা, সবুজই আমাদের রক্ষক। আমাদের লক্ষ্য সবুজ পৃথিবী, সুন্দর পৃথিবী। তাই আমরা বলি –
— Mamata Banerjee (@MamataOfficial) June 5, 2024
সবুজ বাঁচাও, সবুজ দেখাও,
সবুজের মাঝে বিবেক জাগাও
সবুজ ধ্বংস করো না
সৃষ্টিকে উপড়ে দিও না
ওরাও তো বাঁচতে চায়
ওরাও তো হাসতে চায়
ওদের মুখে হাসি…
/anm-bengali/media/post_attachments/807bb45cdac2adf6da5985e83bc885d325fb4888cf3fdbc0e8616dac4d2c62dd.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us