ভরসা জোগাচ্ছে কেন্দ্রীয় বাহিনী!

পঞ্চায়েত নির্বাচন কতটা নির্বিঘ্নে সম্পন্ন হবে তা নিয়ে দুশ্চিন্তায় রাজ্যবাসী। অশান্তির প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষকে সাহস জোগাল কেন্দ্রীয় বাহিনী।

author-image
Pallabi Sanyal
New Update
১২৩


নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : পঞ্চায়েত ভোটে অশান্তি এড়াতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে আদালত। পঞ্চায়েত ভোটে স্পর্শকাতর জেলা হিসাবে পূর্ব মেদিনীপুরকে ইতিমধ্যেই চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। আর সেই মতো রবিবার সকাল থেকে ভূপতিনগর থানার অর্জুননগর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এলাকায় টহল দেওয়া হয়।সাধারণ মানুষের মনে ভরসা জোগাতে গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেন তারা।