New Update
/anm-bengali/media/media_files/w7LqtJNrMXAA1UdfI8HA.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। জানা গিয়েছে যে, রাজ্যের নিয়োগ মামলায় শূণ্যপদে নিয়োগের জন্য আর অতিরিক্ত সময় দেবে না হাইকোর্ট। তার বদলে আগামী তিন মাসের মধ্যেই শূন্যপদে নিয়োগ সম্পন্ন করতে হবে। এছাড়াও, মাদ্রাসা সার্ভিস কমিশনকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে কোর্ট।
/anm-bengali/media/post_attachments/70979a3babf74914a56bda473c13cbe8cf804b6f17dd5aea39407dec2bd11d88.jpg)
আজ বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে, '' গত ১৪ বছর ধরে প্রায় ৩০ হাজার শূন্যপদে নিয়োগ করা হয়নি। নিয়োগ নিয়ে টালবাহানা করছে মাদ্রাসা সার্ভিস কমিশন। '' তাই অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2023/05/Calcutta.png)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us