কেষ্ট-কাজল সংঘাতে রণক্ষেত্র বীরভূম

ঘটনায় গুরুতর আহত ৩।

author-image
Jaita Chowdhury
New Update
কেষ্ট-লীলার পর্দা ফাঁস করতে ইডির নজরে ১৫০জন!

নিজস্ব সংবাদদাতা: কেষ্ট-কাজল গোষ্ঠীর সংঘাতে রণক্ষেত্র বীরভূম (Birbhum)। ইদ উপলক্ষে ম্যাচ ঘিরেও তৃণমূল বনাম তৃণমূল দ্বন্দ্ব ! সিউড়ির কেন্দুয়ায় তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ ঘটনাটি ঘটেছে! চলেছে ইটবৃষ্টি, বাঁশ দিয়ে মার, ২ গোষ্ঠীর অন্তত ৩জন আহত।Tmc