New Update
/anm-bengali/media/media_files/2024/10/24/uWvxcnuqdEf2uGNZ7xSk.jpeg)
নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ দানার মধ্যেই ডেবরায় কাঁসাই নদীতে হু হু করে বাড়ছে জল,জলের তোড়ে ভেঙে গেলো বাঁশের সাঁকো। যাতায়াত বন্ধ। ফের কাঁসাই নদীতে জলের তোড়ে ভেঙে গেলো বাঁশের সাঁকো। খেয়া পারাপার বন্ধ ডেবরার টাবাগেড়্যার কাঁসাইয়ের নদী ঘাটে।
জানা গিয়েছে, গতকাল মধ্য রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের টাবাগেড়িয়া এলাকায় কাঁসাই নদীতে জলের তোড় আসে। আর সেই জলের তোড়ে ভাঙলো বাঁশের সাঁকো। সকাল থেকে পারাপার বন্ধ। দ্রুত নৌকার ব্যাবস্থা করা হচ্ছে। নাজেহাল যাত্রীরা। কাঁসাই নদীর জল আবার বাড়তে শুরু করেছে।
/anm-bengali/media/media_files/2024/10/24/j6OD8rQPX1yjCB3RGIlh.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us