পিচ উধাও, কাদায় হাল বেহাল রাস্তার

কাদায় হাল বেহাল রাস্তার।

author-image
Aniket
New Update
c


নিজস্ব প্রতিনিধি: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আঙুয়া থেকে প্রায় ৪-৫ কিলোমিটার পিচ রাস্তা ঢাকা পড়েছে মাটিতে। রাস্তার উপর পিচ এর নামগন্ধ টুকুও নেই। তার উপর সামান্য বৃষ্টি হতেই তা পিচ্ছিল কাদায় পরিণত হয়েছে।

c

যার জেরে বাইক চালিয়ে যাওয়াই দুস্কর হয়ে গিয়েছে। বাইকের চাকার মাধ্যমে উঠে পড়ছে কাদা। চরম সমস্যায় এলাকাবাসীরা। দ্রুত পরিস্থিতি ঠিক করে সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছেন কেশপুরের জয়েন্ট বিডিও সৌমিক সিংহ।

add senco