New Update
/anm-bengali/media/media_files/2024/12/07/vjwZO7W1XvhWOAVMccJ1.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ গতকাল রাতের অন্ধকারে নাড়া পোড়ানোর ফলে এক চাষীর পাকা ধান পুড়ে ছাই হয়ে গেলো। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের খামরা এলাকায়।
/anm-bengali/media/post_attachments/dd304e0a-a67.png)
ক্ষতিগ্রস্ত চাষীর নাম দামু মাইতি। ইতিমধ্যে আজ বিকেলে তিনি ডেবরা থানায় অভিযোগ জানান। বিষয়টি খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ। প্রায় তিন বিঘা জমির পাকা ধান নষ্ট হয়ে যায় বলে খবর।
/anm-bengali/media/post_attachments/e2ab9ce7-302.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us