/anm-bengali/media/media_files/qd9LKSCfyNBltV9ujG2R.jpeg)
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ দুর্গাপুজোর কার্নিভাল ঘিরে উৎসাহ রয়েছে দুর্গাপুরের মানুষের মধ্যে।দুর্গাপুরের মহিলা কলেজের সামনে অনুষ্ঠিত হচ্ছে এবারের ৩ বর্ষের দুর্গাপুজোর কার্নিভাল। জানা গিয়েছে মোট ১৪টি পুজো কমিটি অংশগ্রহণ করেছে এই এইবারের কার্নিভালে।
/anm-bengali/media/post_attachments/1c044095-b33.png)
এছাড়াও, এবারের কার্নিভালে থাকছে আকর্ষণীয় পুরস্কার। কুমারমঙ্গলম পার্কের সামনে থেকে মহিলা কলেজের সামনে আসবে। তারপর এখানে বিচারকরা দেখবেন কার্নিভাল। তারপরেই কার্নিভাল চলে যাবে গান্ধী মোড়ের দিকে। পর্যাপ্ত পুলিশ ও স্বেচ্ছাসেবক মোতায়েন রয়েছে। সিসি ক্যামেরার মাধ্যমেও চালানো হচ্ছে নজরদারি।
/anm-bengali/media/post_attachments/9f8bcc11-7fd.png)
আজ এই কার্নিভালে উপস্থিত আছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, বিশিষ্ট সংগীত শিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার , এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত,পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যন্যরা।
/anm-bengali/media/post_attachments/b0a0afe2-a5e.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us