৬০ জন যাত্রী নিয়ে লরিকে ধাক্কা মারল বাস! সঙ্গে সঙ্গে মৃত ২, আহত কতজন?

কলকাতার দিকে আসছিল বাসটি।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-10-29 at 11.41.37 AM

নিজস্ব সংবাদদাতা, বেলদাঃ ওড়িশার সীমানা লাগোয়া লক্ষণনাথ টোলগেটের কাছে জলেশ্বর এলাকায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল কলকাতাগামী বাস। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের আর গুরুতর আহত ৯ জন যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি ওড়িশা থেকে কলকাতার বাবুঘাটের দিকে আসছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জলেশ্বর থানার অন্তর্গত লক্ষণনাথ টোলগেটের কাছে একটি বেসরকারি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার জেরে বাসের অন্তত ৯ জন যাত্রী গুরুতর আহত হয়। মৃত্যু হয় বাসের খালাসী ও চালকের। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। মঙ্গলবার মধ্যরাতে বাসটি ওড়িশা থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা ফিরছিল। লক্ষণনাথ টোলগেটের কাছে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। সেই অংশে আটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাসের খালাসী ও চালকের। প্রাথমিকভাবে পুলিশের অনুমান চোখে ঘুম চলে আসার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল চালক। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যান পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। শুরু হয় উদ্ধার কাজ। প্রথমে সামনের অংশ থেকে বাসের খালাসী ও চালকের নিথর দেহ উদ্ধার করা হয়। তারপরই একে একে আহত যাত্রীদের সেই বাস থেকে বের করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। এদিকে দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তীতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুলিশের সহযোগিতায় জাতীয় সড়ককে যানজট মুক্ত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাস ও লরিটিকে উদ্ধার করা হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটল তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।

WhatsApp Image 2025-10-29 at 12.17.29 PM