New Update
/anm-bengali/media/media_files/3G3e2cakvrRVnHnFUeWW.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভারতীয় রেল পরিষেবার ক্ষেত্রে একের পর এক রেলের লাইনচ্যুত হওয়ার ঘটনা বেশ কয়েকদিন ধরে সামনে আসছে। এবার লাইনচ্যুত হয়েছে তেল বহনকারী একটি বিটিপিএন ইঞ্জিন। শিলিগুড়ির কাছে রাঙ্গাপানি স্টেশনের কাছে এই দুর্ঘটনটি ঘটেছে। তবে একের পর এক লাইনচ্যুত হওয়ার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে অনেকের মনেই ভারতীয় রেলের বর্তমান অবস্থান নিয়ে গায়ে কাটা দেওয়া পরিস্থিতি বিরাজ করছে। ভারতীয় রেল কি যাত্রী পরিষেবার জন্য সুরক্ষিত রয়েছে? অনেকের মনেই এই বিষয়ে উঠছে প্রশ্ন।
#WATCH | West Bengal: A BTPN engine (carrying oil only) derailed near Rangapani station near Siliguri. Traffic was hampered for hours. Railway officials are at the spot. (16.11) pic.twitter.com/GHrjL5jUN8
— ANI (@ANI) November 16, 2023
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us