New Update
/anm-bengali/media/media_files/2025/05/02/v4hKnw0q5tyPVlsymbik.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ছাত্র সমন্বয় দাস মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে। সমন্বয় এবারের মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। ৬৮৬ নম্বর পেয়ে রাজ্য তালিকায় দশম স্থান অধিকার করেছে সে।
তমলুক শহরের ১৭ নম্বর ওয়ার্ডে সমন্বয়ের বাড়ি। পঞ্চম শ্রেণি থেকেই সে তমলুক হ্যামিল্টন হাই স্কুলে পড়াশোনা করছে। বাবা ও মা—দুজনেই পেশায় শিক্ষক। ছেলে সমন্বয়ের সাফল্যে উচ্ছ্বসিত তাঁরা।
/anm-bengali/media/post_attachments/aab1020b-7d0.png)
সমন্বয় জানায়, তার এই সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষিকা, বাবা-মা—সকলেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সাফল্যের দিনে ছেলেকে মিষ্টিমুখ করান তাঁর বাবা-মা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us